বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে গলা কেটে মেয়েকে হত্যা ॥ ঘাতক পিতা গ্রেফতার কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে অর্ধশতাধিক স্থানে চলছে ফসলি জমির মাটি কাটার মহোৎসব নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ ২ যুবক গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ নবীগঞ্জের বোয়ালজুর গ্রামে কৃষকের সবজি বাগান কর্তন করে লক্ষাধিক টাকার ক্ষতি

মাধবপুরে স্টার সিরামিক্স ডেঙ্গুর আতুঘর মানছে নির্দেশনা, ৪৫ রোগী সনাক্ত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৫৫ বার পঠিত

আবুল হাসান ফায়েজ ,মাধবপুর(হবিগঞ্জ)মাধবপুরের স্টার সিরামিকস ফ্যাক্টরি ডেঙ্গুর আতুঘর। হবিগঞ্জজেলায় ডেঙ্গুতে আক্রান্ত অধিকাংশ রোগীই স্টার সিরামিকসফ্যাক্টরীর শ্রমিক। গত ০৯ সেপ্টেম্ভর জেলায় ১১জন রোগী সনাক্তহয় যার মধ্যে ৯জনই ওই ফ্যাক্টররি শ্রমিক বলে সিভিল সার্জনকার্যালয় সূত্রে জানা গেছে। এডিস মশার লার্ভা পাওয়ার পরওসচেতনা ও নিদের্শনা না মানায় প্রতিদিনই শ্রমিকরাআক্রান্ত হচ্ছে। খোজ নিয়ে জানাযায়, বাঘাসুরা ইউনিয়নেরমাজার গেইটে ২৫ একর জায়গা জুড়ে স্থাপিত স্টার সিরামিকসফ্যাক্টরিতে প্রায় ২ হাজার লোক কাজ করেন। গত ২৯ আগষ্ট জেলাপর্যায়ের একটি টিম স্টার সিরামিকস ফ্যাক্টরি পরিদর্শন করেএডিস মশার লার্ভা পাওয়ার পর জরিমানা আদায়ের সাথে সাথেদিনে ২বার ফগিং, ব্যবহৃত পলিথিনের পকেটে জমাকৃত পানিনিষ্কাশনসহ বেশ কয়েকটি নির্দেশনা দেয় স্বাস্থ্য বিভাগ।প্রদেয় নিদের্শনা না মেনে পূর্বের ন্যায় অপরিচ্ছন্নপরিবেশ বিদ্যামান থাকায় ধ্বংস হয়নি এডিশ মশার আতুঘর।জন্মানো মশার কামড়ে প্রতিদিনই শ্রমিকরা ডেঙ্গু রোগেআক্রান্ত হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজনশ্রমিক জানিয়েছে উক্ত কারখানায় শ্রমিদের নিরাপদ কর্মস্থলএখনো সৃষ্টি হয়নি। মৃত্যুর ঝুকি নিয়ে কাজ করতে হয়। গত৩দিনে ফ্যাক্টরির শ্রমিক রাসেল মিয়া(২৬), তিতু মিয়া(৫০)ফরহাদ হাসান(৩১ ও জনি মিয়া(২৩)সহ ডেঙ্গু আক্রান্ত হয়৪৫জন। সরকারী হাসপাতার, বেসরকারী ক্লিনিকে পরীক্ষা শেষেঅনেক রোগী সরাসরি সিলেটে চিকিৎসা জন্য চলে যাওয়ায়জেলা সদরে তাদের নাম লিপিবদ্ধ হয়না। ফ্যাক্টরির ভেতর স্তুপাকারেরক্ষিত কমেড, ফ্লোরে জমানো পানি, অপরিচ্ছন্নতায়শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। হবিগঞ্জের সিভিল সার্জন এ কে এমমোস্তাফিজুর রহমান জানান-এ পর্যন্ত ১৪৯জন ডেঙ্গু আক্রান্তরোগীর মধ্যে উল্লেখ যোগ্য সংখ্যক স্টার সিরামিকস এরশ্রমিক। গত ৯ সেপ্টেম্ভর স্টার সিরামিকস ফ্যাক্টরির ভিতরপরিদর্শনে গিয়ে জমানো পানি এবং এডিশ মশার লার্ভা ওমশা জন্মানোর নোংরা পরিবেশ পেয়েছেন বলে স্বীকার করেতিনি আরো বলেন ফ্যাক্টরীর এজিএম ঢাকায় থাকায় তিনিঅন্যান্য কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন এবংআগামী ৭দিনের মধ্যে কীট কৌশলীকে নিয়ে আবার ফ্যাক্টরিপরিদর্শন করবেন বলে জানান। এ রকম পরিবেশ বিদ্যামান থাকলেমোবাইল কোর্টের মাধ্যমে সর্বোচ্চ জরিমান ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে ফ্যাক্টরীর সহকারী ব্যবস্থাপকআব্দুল মালেক বেপারীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলেতিনি ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com