শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে। সারা দেশের ন্যায় চুনারুঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ খেলা ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় স্থানীয় ডিসিপি হাই স্কুল খেলার মাঠে শুভ উদ্বোধন হয় ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল,প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু,থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক,পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মহালদার,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম,উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম,সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন,সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু,ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার,আলহাজ্ব মোঃ রজব আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন,ধামালী’র প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মোস্তাক বাহার,সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল চৌধুরী,রুমন ফরাজী সহ আরও অনেকেই।এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক রাজু,নুর উদ্দিন সুমন,মীর জুবায়ের আলম।
উদ্ভোধনী ম্যাচে উবাহাটা ইউনিয়ন সানখলা ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।দ্বিতীয় ম্যাচে চুনারুঘাট পৌরসভা ১-০ গোলে সাটিয়াজুরী ইউনিয়নকে পরাজিত করে।উক্ত খেলার ধারাভাষ্যে ছিলেন উপজেলা খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি শফিউল আলম শাফী ও কাজী আব্দুল মান্নান।রেফারির দায়িত্বে ছিলেন ফেরদৌস আহমেদ,সহকারী আব্দুর রহমান,শরীফ উদ্দিন ও আশিকুর রহমান।উক্ত খেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
Leave a Reply