শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

বাহুবলে হামিদিয়া হলিচাইল্ড একাডেমিতে জাতীয় শোক দিবস উদযাপন

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯
  • ৩৭৯ বার পঠিত

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ,বাহুবল (হবিগঞ্জ) থেকে।। সারা দেশের ন্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদ নগরে অবস্থিত,হামিদিয়া হলি চাইল্ড একাডেমি’তে দিনবর ব্যাপী নানান অনুষ্টানের মাধ্যমে বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
বুধবার(১৫)আগষ্ট হামিদিয়া হলিচাইল্ড একাডেমিতে যথাযথ মর্যাদার মধ্য জাতীয় শোক দিবসটি পালন করা হয়েছে।

এ দিবস উপলক্ষে উক্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

জাতীয় শোক দিবস ও ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

হামিদিয়া হলিচাইল্ড একাডেমি’র ম্যানেজিং কমিটির সভাপতি মোঃমাসুক আহমেদের সভাপতিত্বে,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল আহমেদের পরিচালনায়,বঙ্গবন্ধুর আত্বজীবনী নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা ও পরিচলনা কমিটির পরিচালক আঃ আজিজ।

বক্তব্য রাখেন সাবেক সেনা সদস্য,উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচালক কামাল রানা।

বক্তব্য রাখেন হামিদিয়া হলিচাইল্ড একাডেমির অধ্যক্ষ মোঃমামুনুর রশীদ,সহকারী শিক্ষিকা সুমাইয়া আক্তার।বঙ্গবন্ধুর আত্বজীবনী নিয়ে বক্তব্য রাখে উক্ত স্কুলের ছাত্র মাহবুব তালুকদার।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মাসুক আহমেদের বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ বিদ্যালয়ের নূরানী শিক্ষক জনাব ফরহাদ আহমেদ একটি মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।
এত বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এমন সুন্দর আয়োজনের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ দিয়েছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com