নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাট হাসপাতাল নিরাপত্তায় (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। জরুরি বিভাগে, শিশু ওয়ার্ড, আউটডোরে, হাসপাতালের প্রবেশ ফটকে তথ্য কেন্দ্রের সামনে, কুক হাউজে , স্টোরেসহ হাসপাতালের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এতে করে দালালদের উৎপাত, হাসপাতালের অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। ৩২টির মধ্যে আপাতত হাসপাতালের ১৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতিমধ্যে চালু হয়েছে। পর্যায়ক্রমে আরো ১৬ টি সিসি ক্যামেরা হাসপাতালে লাগানো হবে। ক্যামেরাগুলো উপজেলা টিএইচও তাঁর কার্যালয় থেকে নিজেই সরাসরি নিয়ন্ত্রণ করেন। ক্যামেরায় কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়লে টিএইচও সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যা সমাধান করেন। সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে টিএইচও ডাঃ মোজামেম্মেল হক তালুকদার বলেন, কর্মকর্তা কর্মচারী তারা সঠিক নিয়মে দায়িত্ব পালন করছে কিনা এসব আমি আমার অফিস থেকে দেখতে পারছি, এড়াও হাসপাতালে চুরি, ছিনতাই, মারামারি বা অপরিষ্কার-অপরিচ্ছন্ন রয়েছে কিনা এসব বিষয় নিয়ন্ত্রণ করা দ্বিতীয়ত অফিসের নিরাপত্তা বিধান করতে চাই, সেবাপ্রার্থীরা এসে যাতে রোগীরা নিশ্চিন্তে সেবা নিতে পারেন, সেজন্য এই ব্যবস্থা। পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আরো বাড়ানো হবে। সিসি ক্যামেরা ¯’াপনের সুফল প্রসঙ্গে আরএমও ডাঃ মোমিন উদ্দিন চৌধুরী বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে আমরা ছিনতাইকারী চুরির ঘটনাসহ বিভিন্ন অপরাধ প্রবণতা কমে আসবে, ‘সিসি ক্যামেরার কারণে রোগীসহ আমরা নিরাপদে নিশ্চিন্তে হাসপাতালে গাড়ি রাখতে পারি। হাসপাতালকে একটি কার্যকর, সুশৃড়খল ও নিরাপদ হাসপাতাল হিসেবে গড়ে তুলতে কর্মকর্তা কর্মচারীর নিজ অর্থায়নে ক্যামেরা ¯’াপন ও রণাবেণ এসব অর্থ ব্যয় করেন। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে রোগী ও স্বজনদের মাঝে।
Leave a Reply