স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লাখাই-হবিগঞ্জ সড়কের হখাইরপুলের ব্রিজের নীচ থেকে জাহির মিয়া (৬০) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ জুলাই) সকালে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির একদল পুলিশ লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৃত জাহির মিয়া সদর উপজেলার রিচি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত ইয়াছির আরাফাতের পুত্র। পুলিশ জানায়, জাহির মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, মৃত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন। তিনি হয়তো পানিতে পড়ে গিয়ে মারা গেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
Leave a Reply