শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

বাহুবল ব্রেইনটিউমারে আক্রান্ত ছাত্রলীগ নেতা রিপন আর নেই

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৩৩৫ বার পঠিত

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ বাহুবল।। জেলার বাহুবলে ব্রেইন টিউমারে আক্রান্ত ছাত্রলীগ নেতা রিপন চলে গেলেন না ফেরার ভুবনে (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বৃহস্পতিবার (১৮এপ্রিল) বিকাল ৪ টা ২০ মিনিটে ঢাকার নিউরো সায়েন্স ইন্সটিটিউট এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে করেন।

উপজেলা সদরের ৩নং সাতকাপন ইউ,পির ৬ ওয়ার্ডের উজিরপুর গ্রামের মোঃ ফুল মিয়া’র পুত্র আমিনুল ইসলাম রিপন ৪ ভাইয়ের মধ্যে সবার বড়।
ছেলেকে হারিয়ে বার বার মুর্ছা দিচ্ছেন জন্মদাতা পিতামাতা এবং আত্বীয় স্বজন। ছাত্রলীগ নেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে উপজেলা তথা পুরো জেলায়।

আমীনুল ইসলাম রিপন বাহুবল উপজেলার সকল স্থরের পরিচিত একজন তরুন।
তিনি বাহুবল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সফল ভাবে পালন করে আসছিলেন।
এছাড়া সামাজিক ভাবে ও তার বিশেষ অবদান।
কিছুদিন পূর্বে রিপন মাথায় প্রচন্ড ব্যথা অনুভুব করলে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।

চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন। পরে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করলে চোখের চিকিৎসকের পরামর্শ নেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিউরো সার্জারী চিকিৎসকের কাছে প্রেরণ করা হয়। ঢাকার ধানমন্ডীস্থ মেডিনোভা হাসপাতালের নিউরো সার্জন ডা. আনোয়ার উল্লার তত্ত্ববধানে চিকিৎসা নিতে গিয়ে তার ব্রেইন টিউমার ধরা পড়ে।

সম্প্রতি এলাকার বিত্তবান লোকজন ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হন হাসপাতালে। উক্ত হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে করা হয় অপারেশন। অপারেশন সম্পন্ন হলে স্বাভাবিক সুস্থ হন রিপন।
জানা যায়,হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থান মারা যান মাত্র ২৬ বছরের তরুন রিপন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com