প্রথম সেবা ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক পেজ ও ই-মেইল হ্যাক করা হয়েছে। ফেসবুক পেজ থেকে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার ঘটনাও ঘটেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম উদ্দিন জানান, শুক্রবার সকালে তার ফেসবুক আইডি হ্যাকড হয়। এরপর আইডি উদ্ধারের চেষ্টা করেও পারা যায়নি।
অবশ্য শনিবার সকাল ৯টা ৪৫ মিনিরে দিকে নসরুল হামিদের পেজটি ফেসবুকে আর পাওয়া যাচ্ছে না।
মীর আসলাম উদ্দিন বলেন, “নসরুল হামিদের ফেসবুক হ্যাকড হয়েছে। কোনো স্ট্যাটাস বা তার ই-মেইল থেকে কোনো মেইল পেলে অনুগ্রহ করে খোঁজ বা যাচাই করার অনুরোধ করছি।”
তিনি বলেন, “শুক্রবার থেকেই আইডি উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এখন একের পর এক স্ট্যাটাস দেওয়া হচ্ছে আইডি থেকে। তাই সবাইকে সতর্ক করা হচ্ছে।”
ওই পেজ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অন্য একটি দেশের গোয়েন্দা সংস্থাকে জড়িয়েও বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার ঘটনাও ঘটেছে।
সুত্রঃ দেশ রূপান্তর
Leave a Reply