ডেস্ক রিপোর্টঃ উত্তর-পূর্ব ভারতের আমীরে শরীয়ত ও নদওয়াতুত্ তামীরের আমীর, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড ও অল ইন্ডিয়া ফিকহ একাডেমির নির্বাহী সদস্য, ভারত-বাংলার অসংখ্য মানুষের মুর্শিদ আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভুইয়া গতকাল বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে আসামের হাইলাকান্দি শহরের রাঙ্গাউটিস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার ভারতের সময় সকাল ১০টায় হাইলাকান্দি শহরে অনুষ্ঠিত হবে।
তিনি ১৯৩১ খ্রিষ্টাব্দের ২৬ জুন জন্ম করেন। ১৯৮৯ সালের ১৯ ডিসেম্বর উত্তর-পূর্ব ভারতের প্রথম আমীরে শরীয়ত, শায়খুল ইসলাম আল্লামা সায়্যিদ হোসাইন আহমদ মাদানী (রহ.) এর অন্যতম খলিফা আল্লামা আবদুল জলীল চৌধুরী বদরপুরী (র.) ইন্তেকালের পর ২০ ডিসেম্বর থেকে উত্তর-পূর্ব ভারতের আমীরে শরীয়তের গুরু দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি একাধারে একজন শিক্ষাবিদ, বিভিন্ন ভাষায় গ্রন্থ রচয়িতা,ফকীহ,হাদীস বিশারদ ও বিপুল সংখ্যক মানুষের আধ্যাত্মক রাহবার ছিলেন।
Leave a Reply