স্টাফ রিপোর্টার :-শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভার ব্যানারে মুজিব শতবর্ষের লগো ও বঙ্গবন্ধুর ছবি ব্যবহার না করায় প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে নুরপুর ইউনিয়নবাসির ব্যানারে ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুর এলাকায় নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়ার নেতৃত্বে এই
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোব্ধ জনতা ১ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভ কারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, ৩নং সংরক্ষিত মহিলা সদস্য রাবিয়া বেগম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, নুরপুর ইউনিয়ন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মারুফ আহমেদ ও উপজেলা যুবলীগের সসদ্য শফিকুল হক সুয়েবসহ শত শত গ্রামবাসি। মানববন্ধনে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নানের অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। এর পুর্বে বিষয়টি অবগত করে এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবীতে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভার ব্যানারে মুজিব শতবর্ষের লগো ও বঙ্গবন্ধুর ছবি অনিচ্ছাকৃত প্রিন্টিং মিস ভুল হয়েছে বলে স্বীকার করেছেন প্রধান শিক্ষক।
Leave a Reply