স্টাফ রিপোর্টার :- হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় সাধারণ কৃষকদের মধ্যে স্বস্থি নেমে এসেছে। তবে কৃষকরা জানান, বেশ কিছুদিন ধরে প্রচন্ড খরার কারণে বোরো ফসলসহ শাক সবজি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এরই মধ্যে বোরো ধানের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কিছুটা হলেও ফসলের জন্য উপকার হবে। এছাড়া রাস্তা ঘাটে ধুলাবালি থাকার কারণে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। চলাচলেও পথচারীদের ব্যাঘাত ঘটছে। এই বৃষ্টির কারণে এখন আর ধুলাবালি বাতাসের সাথে উড়ে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। চৈত্রের খড়া থেকে বাচতে গ্রামগঞ্জে অনেক কৃষকরা দোয়া মাহফিল করেছে। এছাড়াও সনাতন ধর্মালম্বীরা বৃষ্টির জন্য ব্যংঙের বিয়েও দিয়েছেন। গতকাল সরেজমিনে শহরের পার্শ্ববর্তী বিভিন্ন হাওরে গিয়ে দেখা যায়, এই বৃষ্টির কারণে ফসলের মধ্যে যেন প্রাণ ফিরে এসেছে।
Leave a Reply