স্টাফ রিপোর্টার:- হবিগঞ্জে আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও সাংস্কৃতিসেবীদের মাঝে বৃত্তির চেক প্রদান অনুষ্ঠিত
হয়েছে । মঙ্গলবার (২২মার্চ) সন্ধ্যায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রফিকুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী প্রমূখ।
এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৬০২ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও সাংস্কৃতিসেবীদের মাঝে বৃত্তির চেক প্রদান করা হয়। এর মধ্যে স্কুল পর্যায়ে ১৫৮ জন, কলেজ পর্যায়ে ২২৪ জন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০৬ জন, এবং ১৪ জন সাংস্কৃতিক কর্মী। পরে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply