এফ এম খন্দকার মায়াঃ– হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে কুলি শব্দ ব্যবহারের বিরুদ্ধে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ই মার্চ)সকালে উপজেলা চান্দপুর বাগানে চাঁন্দপুর চা বাগানে বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের আহ্বায়ক খায়রুন আক্তারের সভাপতিত্বে সদস্য সচিব সন্ধ্যা রানী ভৌমিকের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়,মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় শুক্রবারে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পোস্টের ‘বাংলা থেকে ইংরেজি অনুবাদ,”কুলিরা হাত দিয়ে চা পাতা সংগ্রহ করে” চা শ্রমিকদের “কুলি” বলে সম্বোধন করা হয়েছে। আর এতেই সারা বিভাগ জোড়ে চা শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ দেখা দেয়।
শনিবার চুনারুঘাটে চা শ্রমিক জনগোষ্ঠী একত্রিত ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। এ সময় বক্তারা বলেন,এমন দায়িত্বশীল জায়গা থেকে এধরণের কাজ কখনোই কাম্য নয়। প্রশ্নে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা শুধু অপমান জনকই নয় উপরন্তু চা শ্রমিকদের প্রতি প্রশাসনের “নিচু মন-মানসিকতার পরিচায়কও। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে জেলা প্রশাসকসহ এই পরীক্ষা প্রক্রিয়ায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুবকের সভাপতি বিরেন কালিন্দী এবং চা শ্রমিকগণ।
Leave a Reply