ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সুনামগঞ্জের মোসাম্মৎ শামীমা আক্তার খানম (শামীমা শাহরিয়ার) ও মৌলভীবাজারের সৈয়দা জোহরা আলাউদ্দিনসহ ৪১ জনকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
গতকাল শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভার পর তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অন্যরা হলেন- অধিকারকর্মী আরমা দত্ত ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, বরগুনার সুলতানা নাদিরা,কুমিল্লার আন্জুম সুলতানা, জামালপুরের হোসনে আরা, গাজীপুরের রুমানা জলি, ব্রাহ্মণবাড়িয়ার উম্মে ফাতেমা নাজমা বেগম, নেত্রকোণার হাবিবা রহমান খান (শেফালী), পিরোজপুরের শেখ এ্যানি রহমান, টাঙ্গাইলের অপরাজিতা হক, গাজীপুরের শামসুন্নাহার ভুঁইয়া, মুন্সীগঞ্জের ফজিলাতুন নেসা, নীলফামারীর রাবেয়া আলিম, নরসিংদীর তামান্না নুসরাত বুবলি, গোপালগঞ্জের নার্গিস রহমান।
ময়মনসিংহের মনিরা সুলতানা, ঢাকার নাহিদ ইজহার খান, ঝিনাইদহের মোছাম্মত খালেদা খানম, বরিশালের সৈয়দা রুবিনা মীরা, চট্টগ্রামের ওয়াসিকা আয়েশা খান, পটুয়াখালীর কাজী কানিজ সুলতানা, খুলনার এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার।
দিনাজপুরের জাকিয়া তাবাসসুম, নোয়াখালীর ফরিদা খানম (সাকী), খাগড়াছড়ির বাসন্তী চাকমা, কক্সবাজারের কানিজ ফাতেমা আহমেদ, ফরিদপুর এর রুশেমা বেগম, কুষ্টিয়ার সৈয়দা রাশিদা বেগম, রাজশাহীর আদিবা অঞ্জুম মিতা, খুলনার শিরিনা নাহার, চাঁপাইনবাবগঞ্জের ফেরদৌসী ইসলাম জেসি ও শরীয়তপুরের পারভীন হক সিকদার।
শামীমা শাহরিয়ার কেন্দ্রীয় কৃষক লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক। তার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়।
এর আগে তিনি জামালগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সৈয়দা জোহরা আলা উদ্দিন মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
Leave a Reply