শায়েস্তাগঞ্জে গরুসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নুরপুর ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের সুতাং ব্রীজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে একটি গরু। আটককৃতরা হল, নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের শাহিদুর পুত্র মোঃ জাকারিয়া (২০), একই গ্রামের মৃত কিয়ামত উল্ল্যাহর পুত্র আলামিন মিয়া (২২) ও চানপুর গ্রামের মৃত আজগর মিয়ার পুত্র সোহান মিয়া (১৯)। মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সুতাং এলাকায় এসআই মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ টহল দিচ্ছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় গরু চোর চক্রের কয়েকজন সদস্য একটি গরু নিয়ে সিএনজি অটোরিক্সা করে ওই এলাকা দিয়ে যাচ্ছে। এসময় পুলিশ অভিযান চালিয়ে গরুসহ তাদের আটক করে।
(ওসি) আরো বলেন, আটকৃত তিন গরু চোর সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Leave a Reply