শেখ জাহান রনি মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন প্রকল্পের অনিয়মে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করেছে পুলিশ। (৩০) এপ্রিল সন্ধ্যায় মাধবপুর থানার একদল পুলিশ চুনারুঘাট থানার সহযোগীতায় উপজেলার চানপুর থেকে মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, পিআইও এবং আমার দুজনের যৌত সাক্ষরে একাউন্ট আছে আমার সন্দেহ হয়ছে আমার কিছু সাক্ষর জ্বাল করা হয়েছে। এ সন্দেহের প্রেক্ষিতে আমি মাধবপুর থানায় এজাহার দায়ের করেছি। এর পর মাধবপুর থানা পুলিশ চুনারুঘাট থেকে মাধবপুর থানা পুলিশের হেফাজতে পিআইওকে নিয়ে আসা হয়েছে । তিনি আরও বলেন সবকটি প্রকল্পের অনিয়মের সন্দেহ আছে পর্যায়ক্রমে সবকটি যাচাই করা হবে। এবিষয়ে মাধবপুর সার্কেলের সিনিয়র এএসপি মহসিন আল মুরাদ জানান, পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আমরা থানায় নিয়া আসছি এখনও মামলার সিদান্ত হয়নি।
Leave a Reply