চুনারুঘাটে করোনাভাইরাস পরিস্থিতিতে ৩৩৩ নম্বরে কল পেয়ে অসহায় ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ বিষয়টি জানিয়েছেন।ইউএনও সত্যজিত রায় দাশ জানান, বুধবার রাতে উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের শাইলগাছ গ্রামের মৃত হুরন আলীর ছেলে আলাউদ্দিন ৩৩৩ নম্বরে কল দিয়ে উপজেলা প্রশাসনের কাছে খাদ্য সহায়তা চান।
তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ৬ নম্বর চুনারুঘাট সদর ইউনিয়ন চেয়ারম্যান কাউছার আহমেদ বাহারের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয় ওই ব্যক্তির বাড়িতে।
ইউএনও আরও জানান, লকডাউনে যারা কষ্টে আছেন, তারা ৩৩৩ নম্বরে কল দিলে খাবার সহায়তা করা হচ্ছে। এদিকে, রাতেই কল দিয়ে রাতেই খাদ্যসামগ্রী পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অসহায় আলাউদ্দিন মিয়া।
Leave a Reply