শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা বিএনপির সভায় জি কে গউছ ॥ পূজায় মন্দির পাহারা দিবে বিএনপি ও অঙ্গন সংগঠনের নেতাকর্মীরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি সৈয়দ সায়েম শায়েস্তাগঞ্জে লাফ দিয়ে নামতে গিয়ে ট্রেনের নীচে পরে যুবক দ্বি-খন্ডিত শহরে রিপন শীল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিম শ্যোন এরেস্ট মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী আটক বানিয়াচঙ্গের সিএনজি চালক মাসুকের লাশ বাহুবলে উদ্ধার বাহুবলে পুলিশ কর্মকর্তার গাড়ী ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ॥ অল্পের জন্য রক্ষা পেলেন ডিআইজি আতিকা ও চালক আরও এক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী চুনারুঘাটে ভিজিডি ও টিসিবির ৫৭ বস্তা চাউল জব্দ ॥ আটক ২ হবিগঞ্জ সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা ১০ গুণ

চুনারুঘাট আশ্রয়নে ঘর নিয়ে বসবাস না করলে তাদের ঘর বাতিল করা হবে – জেলা প্রশাসক

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৫৫ বার পঠিত

চুনারুঘাটের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে “মানবিক সহায়তা প্রদান ও বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান চুনারুঘাট গাজিপুর ইউয়িনের ইকরতলী আশ্রয়নে করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে “মানবিক সহায়তা প্রদান কালে আশ্রয়নে বসবাসরতদের বলেন, যারা আশ্রয়নে ঘর নিয়েছেন তারা বাধ্যতামুলক বসবাস করতে হবে। যারা ঘর নিয়ে তালা ঝুলিয়ে অন্যত্র বসবাস করেন যদি তদন্ত করে সত্যতা পাওয়া যায় আশ্রয়নে থাকেন না তাদের ঘর বাতিল করে অন্য অসহায় লোকজনকে দেয়া হবে। তিনি আরও বলেন অনেক টাকা খরচ করে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ঘর উপহার দিয়েছেন যদি আপনারা এ ঘরে থাকেন না তাহলে ঘর কেন নিয়েছেন। যদি থাকতে চান না তাহলে যারা ঘরের জন্য নতুন আবেদন করেছেন তাদেরকে দেয়া হবে। আপনাদের যদি কোন সমস্যা হয় আমরা অব্যশ্যই সহযোগীতা করব। তবে ঘরে থাকতে হবে। এ সময় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত বাড়ি ঘর, পরিদর্শন করেন। পরিদর্শণকালে তিনি ঘর নির্মাণের সমস্ত উপকরণ ও টিউবওয়েল পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করেন, প্রত্যেক উপকারভোগীর সাথে কথা বলেন। এসময় উপকারভোগীরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় তাদেরকে জমি এবং ঘর প্রদানের জন্য। ঘরগুলো ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটায় চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের ইকরতলী আশ্রয়নে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশ্রয়নের শতাধিক ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মর্জিনা, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, গাজিপুর ইউনিয়ের চেয়ারম্যান হুমায়ুন কবির, সার্ভেয়ার মনির হোসেন, সার্ভেয়ার আবুল কালাম, তহসিলদার ইউনুছ আলী, চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর আলম সহ আরো অনেকই। জেলা প্রশাসক ইসরাত জাহান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এ সহায়তা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ফলে বাংলাদেশে চলাচল সীমিতকরণের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রান্তিক জনগোষ্ঠীসহ সারা দেশের কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সরকার গত বছর বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করেছিল। এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের কারণে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় দেওয়া হচ্ছে । অমাদের মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম অব্যহত আছে। এর আগে জেলা প্রশাসক চুনারুঘাট উপজেলা পরিষদে পৌছালে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ ও সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল তাকে ফুলের শুভেচ্ছা জানান। তখন সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরের কার্যাক্রমের খোঁজ খবর নেন এবং উপজেলা নির্বাহী অফিসারের পুরাতন ভবন ও পুরাতন পুকুর পরিদর্শন করেন। এদিকে বিকেল ৫ টায় পানছড়ি ইকো রিসোর্টের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com