মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: অভিযুক্ত চেয়ারম্যানহবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদের বিরুদ্ধে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ করেছেন এক আওয়ামী লীগ নেতা। এ ব্যাপারে ওই আওয়ামী লীগ নেতা চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রূপনগর গ্রামের বাসিন্দা বঙ্গবন্ধু একাডেমির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. জুয়েল বাখরনগর এলাকায় একটি জমি ক্রয় করেন। গত ২০শে এপ্রিল জুয়েল ও তার লোকজন জমিতে কাজ করার সময় বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ ও তার লোকজন সেখানে গিয়ে কাজ করতে বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে চেয়ারম্যান শাহাব উদ্দিন নিজের লাইসেন্স করা পিস্তল দেখিয়ে জুয়েলকে হুমকি দেয়। সৈয়দ মো. জুয়েল জানান, খবর পেয়ে মাধবপুর থানার দারোগা শুভ দে ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রাণে বাঁচান। পুলিশের উপস্থিতিতেই তাকে পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ বলেন, আমি তাকে হুমকি দেয়নি। জায়গাটি একটি কোম্পানি খরিদা সূত্রে মালিক। আমাকে জমিটি দেখাশোনার দায়িত্ব দেয়া হয়েছে। জুয়েল অবৈধ ফায়দা হাসিল করতে তার নামে একটি দলিল তৈরি করেছে। এ নিয়ে বিরোধ চলছে। বিষয়টি দেখার জন্য কোম্পানি লোকজন কাল বাঘাসুরা এলাকায় আসবেন। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, জুয়েল নামে একজন অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply