হবিগঞ্জ জেলার চুনারুঘাটের বড়জুশে জমি দখল নিয়ে সংঘর্ষকালে গ্রেফতার হওয়া নারীসহ ৫ দাঙ্গাবাজকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটককৃতরা হলেন, রাণীগাঁও বড়জুশ গ্রামের মৃত ছুরত আলীর ছেলে আব্দুস ছাত্তার (৫৫), তার স্ত্রী আম্বিয়া খাতুন(৪৫), মেয়ে শাহেনা (১৮), ভাইয়ের স্ত্রী ফাতেমা (৪৫) ও ভাতিজা রুবেল (২৫)। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার দুপুরে তাদেরকে চুনারুঘাট থানা পুলিশ গ্রেফতার করে।
এ ব্যাপারে জমির মালিক উপজেলার শাহপুর গ্রামের মোঃ শফিকুর রহমান খান বাদী হয়ে ১২ জনকে আসামী করে থানায় মামলা করেন।
তিনি জানান, ১৯৬২ সালে বড়জুশ মৌজার ১০৭৬ দাগে ১০৮ শতক জমি তার পিতা মরহুম হাজী আব্দুস ছামাদ খান সরকারের নিকট থেকে বন্দোবস্ত আনেন। পিতা মারা যাওয়ার পর তারা সরকারের নিয়ম অনুযায়ী খাজনা পরিশোধ করে এ জমি ভোগদখল করে আসছেন। আমরা চাষ করতে গেলে দাঙ্গাবাজরা এ জমিটি দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তারা আমাদের উপর হামলা করে। এ হামলায় আমার ভাগিনা মোস্তাকিম (১৬) আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আশরাফ জানান, জমি নিয়ে দুইপক্ষের মধ্যে মামলা চলছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় ছাত্তার মিয়া গংরা বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে তাদের ৫জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, আদালত বিরোধপূর্ণ জমির ওপর প্রবেশ বারিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য চুনারুঘাট থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
Leave a Reply