নিজস্ব প্রতিনিধি :: “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগ বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৮ ডিসেম্বর ) বিকালে উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামে ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে আলোচনা সভার মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক সৈয়দ কামরুল হাসান ছাদিকের সভাপতিত্বে সদস্য সচিব হায়দর আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক মো: নুরুল ইসলাম নুর। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা কৃষকলীগের সদস্য সচিব শেখ সুহেল আহমেদ, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল মোতালিব, সাস্থ্য বিষয়ক সম্পাদক মো: এনামুল হক। অন্যান্যদের মাঝেমাঝে উপস্থিত ছিলেন ইউনিয় কৃষক লীগের সিনিয়র সদস্য হাজ্বী আবিদ আলী, আব্দুল আজিজ আবু মিয়া, কৃষকলীগ নেত্রী আফিয়া খাতুন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ- সভাপতি আব্দুস সুবহান, সাধারণ সম্পাদক মো: মুক্তার হোসেন, মো: এমএ আই, মাহফুজ মিয়া, মো: আকবর আলী ও আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা। আলোচনা সভায় বক্তারা বঙ্গন্ধুর হাতে গড়া কৃষকলীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তারা প্রকৃত কৃষকের পাশে থাকার জন্য নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি মো: নুর ইসলাম নুর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উল্লেখ করে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে, ৮ নং ওয়ার্ডে মো: দরবেশ আলীকে আহবায়ক , মো: শাহীন মিয়াকে সদস্য সচিব ও মো: সামছুল হক কে যুগ্ম আহবায়ক হিসেবে কমিটি ঘোষনা করা হয়।
Leave a Reply