নিজস্ব প্রতিনিধি :: চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে । এ উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় শাকির মোহাম্মদ পশ্চিম বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমান আলী ওয়াসিম এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতুু।
ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ ও জুয়েল রাজ এর যৌত পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আবু তাহের। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাষ্টার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ- সভাপতি মো: নজরুল ইসলাম গিয়াস, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিক মিয়া তরফদার, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তরফদারসহ আওয়ামীলীগ , যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply