নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিএনজি বোঝাই চোরাইকৃত চাপাতা পাচারের সময় দুইজনকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। রোববার (২২ নভেম্বর) ভোরে গোপন সংবাদদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় দেব এর নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর ও এস আই কমলা কান্তসহ একদল পুলিশ উপজেলার হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে ৪৩০ কেজি চোরাই চা-পাতাসহ দুই চোরাকারবারিকে আটক করেন । আটককৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার রমাপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. মোতাব্বির (২৯) ও মাধবপুর উপজেলার কড়রা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মো. রফিক মিয়াকে (৪৫)। পুলিশ জানায়, চোরাইকৃত চাপাতা সিএনজি অটোরিকশা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয় । যার বাজার মূল্য এক লক্ষ ঊনত্রিশ হাজার টাকা হবে । এছাড়াও চোরাই মালামাল বহন কাজে ব্যবহৃত দুইটি সিএনজি অটোরিকশাও আটক করেন । শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অনুসন্ধানে জানাগেছে বাগানের কতিপয় ব্যক্তিদেরকে ম্যানেজ করে চোরাই পথে বাগান থেকে চা-পাতা সংগ্রহ করে চোর সিন্ডিকেটের চক্রটি। পরে বস্তাভর্তি করে বাগানের বাহিরে নির্দিষ্ট স্থানে জড়ো করে মধ্যরাত কিংবা ভোর রাতে সিএনজি ও পিকআপযোগে পাচার করা হয়। আটককৃতদের দাবী তারা চুরি করেনি বাগানের শ্রমিকদের কাছ থেকে কিনে বিক্রি করছে। স্থানীয় কয়েকটি বাগান কর্তৃপক্ষের দাবী তাদের বাগান থেকে কোন পাতা চুরি কিংবা খোলাপাতা বিক্রি হয়নি। তাহলে এ পাতা কোন বাগানের? কারা বিক্রি করছেন এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিমত এসব বিষয়ে ম্যানেজমেন্ট যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে বড় ধরণের ক্ষতি গুণতে হবে।
Leave a Reply