রামুতে কোন অপরাধীর ঠাঁই হবেনা : ওসি আজমিরুজ্জমান
নিজস্ব প্রতিনিধি : জেলার রামু থানার নবাগত ওসি কে এম আজমিরুজ্জামান বলেছেন,কোন অপরাধ ও অপরাধীর ঠাঁই হবেনা রামুতে । সে যতবড়ই প্রভাবশালী হোকনা কেন এলাকার শান্তি শৃংখলা রক্ষার স্বার্থে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবেনা। আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের পাশে আছি, আপনারা নির্বিঘ্নে ঘুমাতে পারেন। যেকোন অপরাধ প্রতিরোধ করতে উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশ নজরদারি রাখছে। উপজেলায় কোন ছিনতাই, ডাকাতি, রাহাজানি, থাকতে পারবে না, যদি কেউ চেষ্টা করে আপনাদের সহায়তায় তাদের কঠোর হাতে দমন করা হবে। আমরা অপরাধ মুক্ত রামু দেখতে চাই। একা কোন কিছুই সম্ভব নয় পুলিশের পাশাপাশি আপনারা যারা রয়েছেন এলাকার আইনশৃংখলা রক্ষার্থে কাজ করতে হবে। তাহলে রামুবাসীকে অপরাধ মুক্ত একটি উপজেলা উপহার দিতে পারব। এলাকার আইনশৃংখলা উন্নতিতে পুলিশকে সকলের সহায়তা করা দরকার।
গত ২০ নভেম্বর রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে রাত্রিকালীন পাহারা এবং আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এদিকে একই দিনে কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনায় সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
Leave a Reply