নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ৬ নং ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ২০ নভেম্বর ) বিকাল ৪ ঘটিকায় ১০ নং মিরাশি ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ কর্তৃক আয়োজিত চামলতলী হিমালিয়া বাজারে কমিটি গঠন পুর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিরাশি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শাহ আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: জমরুত মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মানিক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ – সভাপতি দুলাল ভূঁইয়া, মিরাশি ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজল মিয়া, মিরাশি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান সোহাগ, ইউনিয়ন যুবলীগের সভাপতি লুৎফুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মো: বাচ্চু মিয়া, বিশিষ্ট মুরুব্বী ছুরত আলীসহ আরো অনেকই। পরে সকলের সর্বসম্মতিক্রমে ৬ নং ওয়ার্ড কমিটিতে সাইফুল ইসলামকে সভাপতি ও সাধারন সম্পাদক হ্নদয় মিয়া এবং সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়ার নাম উল্লেখ করে কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি ।
এ সময় আওয়ামীসেচ্ছাসেক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মো: মানিক সরকার নবগঠিত কমিটির নেতৃবৃন্দর উদ্যেশ্যে বলেন, সারাদেশেরন্যায় চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষরমত ছড়িয়ে দিতে চাই। স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হচ্ছে পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের মাধ্যমে। তোমাদের সহযোগিতা পেলে উপজেলা সেচ্ছাসেবক লীগ একদিন শ্রেষ্ঠ সংগঠনের নাম হবে । তাই দলের সার্থে সকলকে এক যোগে কাজ করতে আহবান জানান তিনি।
Leave a Reply