নুর উদ্দিন সুমন : জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মহাশয়ের বাজার রোডের তিন পথের মুখ তিতারকুনা এলাকায় দিন দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন ভুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুন্না চক্রবর্তী তিনি পুর্ব জয়পুর গ্রামের সত্যজিত চক্রবর্তীর স্ত্রীর। মঙ্গলবার (১৭ নভেম্বর ) দুপুর ১১টায় স্কুলে যাওয়ার পথে উল্লেখিত স্থানে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, শিক্ষিকা মুন্না চক্রবর্তী তার সাথে থাকা ছোট্ট শিশু আয়শী চক্রবর্তীকে নিয়ে রিক্সাযোগে স্কুলে যাচ্ছিলেন দুইজন ছিনতাইকারী যাওয়ার পথিমধ্যে রিক্সায় গতিরোধ করিয়া ছিনতাইকারিরা মারপিট করে এবং শিশুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে গলার চেইন ছিনাইয়া নেয় । এ সময় রিক্সা চালক অাব্দুল হামিদ (৫০) অাহত হন তিনি একই গ্রামের মো: কাদির মিয়ার পুত্র । তখন সময় স্থানীয় লোকজন এগিয়ে অাসলে ছিনতাইকারীরা পালিয়ে যায় । পরে আশপাশের লোকজন আহতদেরকে বাহুবল সদর হাসপাতালে ভর্তি করেন । এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগির কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনার স্থল পরিদর্শন করেছি এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply