নিজস্ব প্রতিনিধি ॥ আগামীকাল ১৪ অক্টোবর বাহুবলের মিরপুরস্থ আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ মাঠে ‘মরহুম দেওয়ান ফরিদ গাজী স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’-এর উদ্বোধন করা হবে। গীতিকার মামুন ফুটবল একাডেমির আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে বাহুবলের পুটিজুরি রেঞ্জার্স বনাম চুনারুঘাট রাণীগাঁওয়ের ভাই ভাই একাদশ। প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী শাহ্ নওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- এএসপি পারভেজ আলম চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে গীতিকার মামুন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকার এম.আর মামুন বলেন- ‘বিপথগামী যুব সমাজকে খেলামুখি করতেই আমার একাডেমির পথচলা।
Leave a Reply