নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এম. আলী আশরাফ যোগদান করেছন। (৯ অক্টোবর ২০২০ইং) সন্ধ্যায় তিনি চুনারুঘাট থানায় যোগদান করেছেন। বৃহস্পতিবার হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার আদেশে এম. আলী আশরাফকে চুনারুঘাট থানায় বদলি করা হয়েছে।
এর আগে তিনি বিতলঙ্গ ও মাধবপুর কাশেম নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
এম. আলী আশরাফ রসায়ন বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
প্রশিক্ষণ শেষে তিনি কুমিলা জেলায় এসআই হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। পরে সিলেট জেলা, মৌলভীবাজার শ্রীমঙ্গল থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ হিসেবে দায়িত্ব পান। পরে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে চুনারুঘাট থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন।
তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খিদির গ্রামের মোঃ চাঁদ আলীর পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক ।
নবাগত ওসি এম. আলী আশরাফ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছেন।
Leave a Reply