নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাটে চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক শনিবার বিকেলে চুনারুঘাট উপজেলায় পরিদর্শনে আসেন তিনি। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাস, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মিল্টন চন্দ্র পাল, চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল হক, দেওরগাছ ইউপি চেয়ারম্যান শামছুন্নার চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন জমদ্দার, মো: রুহুল আমিন, ইউপি সদস্য মো: জসিম উদ্দিনসহ সকল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাবৃন্দ।
মহাপরিচাল মোঃ আতিকুল হক উপজেলায় দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গৃহ নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি । এদিকে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মহাপরিচালক এর নিকট কিছু বিশেষ প্রকল্প প্রস্তাব দেন। গ্রামীণ রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে এই প্রকল্প, গ্রামীন রাস্তা সমূহে সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের বরাদ্দ উপজেলায় বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করেন। তিনি আরো জানান, এ উপজেলায় গ্রামীণ অনেক মাটির নির্মিত রাস্তা রয়েছে যেগুলোতে বর্ষাকালে কর্দমাক্ত হয়ে যায় এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। পাশাপাশি গ্রামীণ রাস্তায় বেশকিছু ছোট ছোট ব্রিজ-কালভার্ট প্রকল্প নির্মাণ করা আহবান জানান। প্রেরিত প্রকল্প গুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে জরুরী ভিত্তিতে বাস্তবায়ন করা যায় সে লক্ষ্যে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক কে অনুরোধ জানান।
Leave a Reply