চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন এক ইউপি মেম্বার। আহত সুত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাত ২টার দিকে উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড (শুকদেবপুর) গ্রামের মেম্বার সোহেল কালাম আজাদ চৌধুরী বাড়ি থেকে রাজার বাজার উদ্যেশ্য যাওয়ার পথি মধ্য সাহেদ মাহমুদ মমিন এর দোকানের পশ্চিম দিকে এমদাদ হোসেনের দোকানের সামনে পথরোধ করে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী উপজেলার বগাডুবি গ্রামের মোঃ আঃ কাদিরের ছেলে মোঃ শামিম মিয়া (৪২) ও একই গ্রামের মৃত আঃ বারিকের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩০) মেম্বার সোহেল কালাম আজাদ চৌধুরীর উপর হামলা করে । এসময় হামলাকারী মাদক ব্যবসায়ীরা ওই মেম্বারের হাতে থাকা স্যামসাং – এম২০ ও নগদ ৯হাজার ৫শত টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় বলে মেম্বার আহত মেম্বার জানান। এব্যাপারে ইউপি মেম্বার সোহেল কালাম আজাদ চৌধুরী চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। চুনারুঘাট থানার ওসি(তদন্ত) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply