আবুল হাসান ফায়েজঃ- মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোছাম্মদ বানেছা (৬০) নামে এক মহিলা নিহত হয়েছেন। শুক্রবার বিকাল বেলায় উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় এক্তিয়ারপুর রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোছাম্মদ বানেছা বেগম মাধবপুর উপজেলার ১০ নং ছাতিয়াইন ইউনিয়ন এক্তিয়ারপুর গ্রামের
মোঃ সিরাজ আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫ঘটিকা সময় মোছাম্মদ বানেছা বেগম রাস্তাপারা-পারের সময় ঢাকাগামী একটি দ্রুতগামী এনা পরিবহন বাসের ধাক্কায় সিটক্ষে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মোছাম্মদ বানেছা বেগম । ঘটনা স্হলে এনা পরিবহন বাসকে আকটাতে না পারলেও এই পরিবহন সেন্টিগ্রেডের অন্যএকটি বাস তারা আটক করে পেলে , এবং জনতা প্রায় পনে ১ ঘন্টা যানজট সিষ্টি করতে চাইলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও মাধবপুর থানার পুলিশের উপস্তিতিতে হাইওয়ে রোডে জনতার যানজট নিমাংশ করে পূর্ণরায় পরিবহন চলাচল স্বাভাবিক হয় । শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি তৌফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত এনা পরিবহন গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে ।
Leave a Reply