নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের ভারত সীমান্তের কেদারাকোর্ট এলাকায় পাওনা টাকার জেরে প্রতিপক্ষের মারধরে ইয়াকুত মিয়া (৩৫)নামে এক ব্যক্তির নিহত হয়েছে। নিহত ইয়াকুত টেকেরঘাট এলাকার আব্দুল খালেকের পুত্র। শনিবার রাত সাড়ে ১০ টায় উপজেলা গাজিপুর ইউনিয়নের কেদারাকোর্ট এলাকার রাস্তার পাশে এ ঘটনা ঘটে। নিহতর মামা আব্দুল করিম জানান, একই এলাকার জমশেদ আলীর ছেলে দরবেশ আলীর সাথে টাকা পাওনা নিয়ে বিরোধ ছিল। ওদিন আসামপাড়া বাজার থেকে ফেরার পথে দরবেশ আলীর বাড়ির নিকট পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটি হয় একপর্যায়ে দরবেশ গংরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আশপাশের, লোকজন ইয়াকুতকে হাসপাতালে নিয়ে আসার সময় সে মৃতুর কোলে ঢলে পড়ে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি শেখ নাজমুল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত । এদিকে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠাতে প্রস্ততি চলছে ।
Leave a Reply