নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে ওলিপুর থেকে ইয়াবাসহ আটক মান্নান (৪৩) ও নিজাম উদ্দিন (২৮) কে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। আজ দুপুরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা নিজামপুর ইউনিয়নের ছোট জয়রামপুর প্রকাশিত কান্দি গাঁও এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মান্নান (৪৩) ও শৈলজুড়ার সাজিদ উল্ল্যার ছেলে নিজাম উদ্দিন (২৮)। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে এসআই তরুণ ও এএসআই ছিদ্দিকসহ একদল পুলিশ উপজেলার ওলিপুর সিটি পার্ক এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারকালে উল্লিখিত আসামীদের ৪২ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলায় সোমবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে ওসি মোজাম্মেল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে অঙ্গিকার নিয়ে টিম শায়েস্তাগঞ্জ মাঠে রয়েছে। এসপি স্যারের সার্বিক সহযোগীতায় অল্প কিছু দিনের মধ্যেই উপজেলাকে মাদক মুক্ত করতে পারব ইনশাআল্লাহ।মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। মাদক ব্যবসায়ীর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।
Leave a Reply