নিজস্ব প্রতিনিধি : দেশে পশু বেচাকেনার চিরায়ত চিত্র বদলে দিয়েছে করোনাভাইরাস। চুনারুঘাটসহ অধিকাংশ এলাকায় অস্থায়ী পশুর হাট বসেনি । বেশিরভাগ মানুষই এবার অনলাইনে পশু কিনছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ব্যবসায়ীদের আশঙ্কা, মহামারির প্রভাবে গত বছরের তুলনায় অন্তত বিশ ভাগ কম পশু বিক্রি হবে এবারের ঈদে। তবে আগেরমত জমে ওঠেনি। করোনা পরিস্থিতির কারণে অন্যবারের তুলনায় হাটে এবার ক্রেতা অনেক কম। এই অবস্থায় লোকসানের আশঙ্কা করছেন ইজারাদার ও ব্যবসায়ীরা। কয়েকটি হাটে দেখা গেছে পর্যাপ্ত পশু। কিন্তু ক্রেতার সংখ্যা খুবই নগণ্য।তবে হাটের সংখ্যা যেহেতু এবার অন্যান্য বছরের তুলনায় কম। আমরুড হাটটিতে পর্যাপ্ত পরিমাণে গরু উঠলেও ক্রেতার সংখ্যা খুবই সীমিত। বৃষ্টির ফলে কাঁদায় পরিপূর্ণ পুরো হাট। কাদা দিয়েই সারি বেঁধে দাঁড়িয়ে ও বসে আছে গরুগুলো। ক্রেতা না থাকায় প্রায় সবার চোখেমুখেই হতাশার ছাপ। আমরুড বাজারের ইজারাদার কর্তৃপক্ষ জানান, হাটে ক্রেতাই নেই। অনেকে দাম জানতে চায়, কিন্তু কোনো দরদাম করে না। দাম শুনেই চলে যায়। এছাড়া করোনার কারণে বাজার ৪মাস বন্ধ ছিল। ইজারা মূল্যের পাশাপাশি হাটের প্রস্তুতি, স্বেচ্ছাসেবক বাহিনী ও অন্যান্য খরচ তারা ওঠাতে পারবেন কিনা এনিয়ে হতাশায় ভুগছেন। তারা জানায় ইজারার মুল্যের ছেয়ে লোকসান হবে তাদের দিগুণ। এনিয়ে ইজারাদাররা চরম বিপাকে।
Leave a Reply