নুর উদ্দিন সুমন : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও থেমে নেই মাদকের বিস্তার। অভিনব কৌশলে ছড়িয়ে দেয়া হচ্ছে মাদক। কেউ কেউ ধরা পড়ছে। কেউ থেকে যাচ্ছে অন্তরালেই। কিন্তু যেকোনো মূল্যে এদের রুখতে আইজিপি ড. বেনজির আহমেদ এর নির্দেশে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার তত্ত্বাবধানে শায়েস্তাগঞ্জ থানার ওসি মো: মোজাম্মেল হোসেন এর নিয়মিত বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত আল- মামুন, এসআই কমলা কান্ত, এসআই ইমাম এসআই বিধানসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ দক্ষিণ লেন্জা পাড়া রেললাইন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয় । আটককৃতরা হলো জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুঠিরগাও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে এমরান মিয়া (২২) ও শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের আব্দুল করিম মধু মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০)।
একই সাথে মাদক মামলার পলাতক আসামী শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দক্ষিন লেন্জাপাড়ার আব্দুল হামিদের ছেলে মোঃ শাহিন মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ওসি মো: মোজাম্মেল হোসেন বলেন, মাদকের বিষাক্ত ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে কাজ করছি। যে কোন মুল্যে মাদক মুক্ত শায়েস্তাগঞ্জ চাই। কাউকে ছাড় দেয়া হবেনা।
Leave a Reply