নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাটে গোপনে পাচারের উদ্দেশ্যে পিকআপের বডির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি গাঁজা ও পিকআপটি জব্দ করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে শ্রী সাজন তাতীঁ (২৭) নামে এক যুবককে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমু বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক সাজন তাতীঁ রানিগাও ইউনিয়নের পারকুল চা বাগান এলাকার শ্রী রঞ্জু তাতীঁর ছেলে।
সূত্রে জানা গেছে, আমু বস্তী এলাকায় পিকআপের বডির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে গাঁজা পাচারের প্রস্তুতি নেয়া হচ্ছে এমন গোপন খবর আসে।
এ ভিত্তিতে চিমটিবিল বিওপির সুবেদার আবু তাহের এর নেতৃত্বে আমু সাঁওতাল লাইন এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে একটি পিকআপসহ শ্রী সাজন তাতীঁ নামে এক মাদককারবারিকে আটক করেন । এসময় তার সহযোগী পালিয়ে যায়। পরে ওই পিকআপের বডির নিচের দিকে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক সাজনকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে গাঁজা ও নেশাজাতীয় অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদককারবারিদের কাছে পিকআপযোগে সরবরাহ করে আসছিল। এ তথ্য নিশ্চিত করে বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী পিবিজিএম, পিবিজিএমএস জানান, আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এদিকে আসামী সাজন তাতীঁ জানায়, গরুর ও মাদক নিয়ে শ্রীমঙ্গল যাওয়ার কথা ছিল ডিআই পিকাআপের মালিক রানিগাও ইউনিয়নের মিজান মেম্বার বলে জানায় ।
Leave a Reply