আবুল হাসান ফায়েজ, মাধবপুরঃ- জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে ১কোটি চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুরে কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্প্রতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান উপজেলা পরিষদ প্রাঙ্গনে চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন রঘু নন্দন রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, জগদীশপুর বনবিট কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন প্রমূখ। সিলেট বন বিভাগের রঘুনন্দন রেঞ্জ কার্যালয় হইতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানে ২০হাজার ৩২৫টি ফলজ, বনজ ঔষধি গাছের চারা বিতরন করা হবে বলে রঘু নন্দন রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন জানিয়েছেন।
Leave a Reply