সেবা ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ ক্যাম্প শ্রীমঙ্গল । শনিবার (১৩ জুন) দুপুরে রানির কোর্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুইটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজোলার দেওর গাছ গ্রামের আ. মোতালেবের ছেলে মো. বাবুল (৩৪), একই উপজেলার খড়মপুর বস্তি গ্রামের নুরুল ইসলামের ছেলে বাবুল মিয়া (৩৪)।
এদিকে বিকেলে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুনারুঘাট থানায় মামলা দায়ের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন।
Leave a Reply