চুনারুঘাট প্রতিনিধি : প্রবাস জীবন কাটিয়ে অবশেষে লাশ হয়ে ফিরলেন দূর্ভাগা আব্দুল শহীদ (৫০)। দীর্ঘ এক মাস পর মৃত দেহটি দেশে ফিরে আনা হয়। প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত শক্রবার রাত ৮টায় দুবাই থেকে লাশ বাংলাদেশ শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছে। পরে গত শনিবার সকাল ৯টায় উজেলার গাজীপুর ইউনিয়নের চেগানগর গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। লাশটি ফেরতের উদ্যোগ গ্রহণ করেন প্রবাসে প্রতিষ্ঠিত চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন। এসময় সহযোগিতায় ছিলেন আরেক সামাজিক সংগঠন চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদ। তাদের যৌথ প্রচেষ্টায় আবুধাবীতে নিহত আব্দুল শহিদের লাশ দেশে প্রেরণ করা হয়। এদিকে খুঁজ নিয়ে জানা যায়, পরিবারের কোন সদস্যদের লাশ প্রেরণ ব্যায় বহন করা সম্ভব ছিল না। এ খবর চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠগনের নেতৃবৃন্দরা শুনে আব্দুল শহিদের লাশ বাংলাদেশে প্রেরণের সার্বিক ব্যবস্থা শুরু করে। এরই প্রেরিক্ষেতি গত শনিবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ উদ্যোগের জন্য এলাকাবাসীসহ নিহতের আত্মীয়-স্বজন প্রবাসী সামাজিক সংগঠন ও চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৪মে দুবাইতে কর্মরত অবস্থায় উচ্চরক্তচাপের কারণে আব্দুল শহীদ মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের চেগানগর গ্রামের বাসিন্দা। আব্দুল শহিদ দীর্ঘদিন ধরে আবুধাবীতে কর্মরত ছিলেন।
এ প্রসঙ্গে চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের আহবায়ক মোস্তাফিজুর রহমান রউফ জুয়েল বলেন, প্রবাসে যেকোন মৃত্যুদেহ দেশে ফিরতের উদ্যোগের পাশাপাশি এদেশের সকল মানুষের পাশে থাকার জন্য প্রবাসী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রতিজ্ঞা বদ্ধ। তিনি আরো বলেন, মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর সর্বাত্বক সহযোগীতায় আমরা আব্দুল শহিদ মিয়ার লাশ দেশে ফেরণ করতে সক্ষম হয়েছি।
যারা সার্বিক সহযোগিতায় ছিলেন-চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রঙ্গু, দেলোয়ার তালুকদার, মাসুদ আহমেদ, প্রকৌশলী মো: তৈয়ব আলী তালুকদার, সায়েদ মিয়া, জুয়েল মিয়া, মোশারফ।
চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের ছিলেন, মোস্তাফিজ রউফ জুয়েল, মাসুক মিয়া, তাফাজ্জুল কামাল, শেখ শিবলু, হাবিবুর রহমান, মকসুদ আলী লস্কর, নুরুল ইসলাম, শাহ জাবেদ, খন্দকার বেলাল, স্বপন তরফদার, ওয়াসিম, ফরিদ, শিপন খাঁন, ইয়াকুব, , মোহাম্মদ আলী, আলমগীর, শামিম ভুঁইয়া, আল আমিন, মুহন, সুহেল কালাম, জমির আলি তরফদার, সোহাগ, আলমগীর, নোমান, শাহীন, কবির, সজল, সমির হসেন, মামুন, মহিউদ্দিন, স্বপন মিয়া, আব্দুস সহিদ, জামাল খান, মিজান, নুমান, কামরুল, রাসেল, আব্দুল হান্নান, আওয়াল, হাবিব মুন্সি, জায়েদ, জামাল, সাজু, নোমান, সাদেক, ফয়সল, এখলাছ, রিপন, জাহাঙ্গীর, আফজল, আবদাল, জোবায়ের,আব্দুর রহমান, ইদ্রিস মিয়া প্রমুখ।
Leave a Reply