শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের হেবজু মাস্টারের ছেলে সাইফুর রহমান মুর্শেদ(৩০)নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,গত ৬ জুন তার স্ত্রীর কাছে মোবাইলে সুইসাইটের এস এম এস করে।পরের দিন তার স্ত্রী বাবার বাড়ী খড়কী থেকে এসে ঘরের ভিতরে ফাঁসিতে ঝুলানো লাশ দেখে এবং তার সুইসাইট নোট নিয়ে কাউকে কিছু না জানিয়ে সে আবার চলে যায়।আজ তার বোনের সিলেটে অপারেশনের কারনে তাকে খোঁজ করলে তার ভাইয়ের বন্ধ ঘরের মধ্যে ঝুলন্ত লাশ দেখতে পায় এবং তার স্ত্রী কে আসতে বলে। এ ঘটনায় স্থানীয় মেম্বার চেয়ারম্যান সবাই এসে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী হাসিনা আক্তার হাসিকে আটক করেছে। এ ব্যাপারে তার ভাই সফিকুর রহমান শামীম জানান,আমার ভাই কারো সাথে ঝগড়া ঝাটি ছিল না।তার স্ত্রীর সাথে বনিবনা ছিল না।তার স্ত্রী চাকুরীর সুবাধে বাপের বাড়ী খড়কীতেই থাকতো।আজ দুইদিন পর আমার ভাইয়ের মৃত লাশ দেখতে হল। তার স্ত্রী হাসিনা আক্তার হাসি জানান ,তার স্বামী নেশায় আসক্ত ছিল।প্রায়ই মোবাইলে সুইসাইটের এসএমএস পাঠাতো।কিন্তু তার কোন সাড়া না পেয়ে গত কাল দেখতে এসে ছিলাম।
Leave a Reply