নিজস্ব প্রতিনিধি।। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন করোনা মহামারিতে কেউ অনাহারে থাকবে না। সরকার বিভিন্ন প্রনোদনা প্যাকেজ ও ত্রান বিতরন করছেন। ঈদকে সামনে রেখে কর্মহীন মানুষের কথা চিন্তা করে সরকার
তাদের জন্য ঈদ উপহারের ব্যবস্থা করেছেন।
এই মহামারি নিয়ন্ত্রন করতে সবাই ঘরে থাকবেন। নিজেরা নিরাপদ থাকবেন অন্যকে নিরাপদ রাখবেন। তিনি মঙ্গলবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও মাওলানা আসাদ আলী কলেজের মাঠে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় কতৃক বরাদ্দকৃত ঈদ উপহরন বিতরনকালে এ কথা গুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনুভা নাশতারান, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোঃ নাজিম উদ্দিন ,থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম , প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান প্রমুখ। উপজেলার ৬২৫ জন সুবিধা বঞ্চিত ও কর্মহীন মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরন করা হয়।
Leave a Reply