চুনারুঘাট সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুল হকের কন্যা দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী(১৫) হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে তার স্বজনরা। শুক্রবার রাত দশটায় তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, গত শুক্রবার রাত আট টায় উল্লিখিত স্থানের ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় কিশোরীকে রাত ১০টায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃব্যরত চিকিৎসক জানান, কিশোরীর শরীরে স্পর্শকাতর স্থানসহ বিভিন্ন জায়গায় আচরের চিহ্ন রয়েছে। কিশোরীর মাতা পারুল বেগমের দাবী, আমার ঘরে কেউ না থাকায় একই এলাকার কামাল ও সাদ্দাম নামের যুবক আমার মেয়েটিকে জোড়পুর্বক ঘর থেকে তুলে ধান ক্ষেতে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটিকে জোড়পুর্বক ধর্ষনের চেষ্টা করে। মেয়েটি অচেতন হয়ে পড়লে তারা ভয়ে পালিয়ে যায়। এঘটনায় এলাকায় মিশ্রি প্রতিক্রিয়া দেখা দিয়েছে । বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তোলপাড় শুরু হয়েছে। কেউ ধারণা করছেন ধর্ষনের ফলে অজ্ঞান হয়েছে আর কেউ বলছেন পারিবারিক বিরোধ নিয়ে মারপিঠের ঘটনায় এমন অবস্থা। পুলিশ ও স্থানীয়রা জানান, তাদের পুর্বের একটি মামলা ছিল উক্ত মামলায় মমিন নামের একজনকে গ্রেফতার করা হয়। আসামী গ্রেফতারের বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে তারা হামলা করে। এসময় তাদের মধ্যে সংঘর্ষ হয়।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, আমরা বিষয়টি জেনেছি , ধর্ষন কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply