স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৩ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বড় বাজার ও গ্যানিংগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান।
নিত্যপণ্য ও ফার্মেসী ব্যতিত অন্যান্য দোকানপাট বন্ধ থাকার সরকারি নির্দেশিকা থাকলেও তা অমান্য করে খোলা রাখায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুসারে সামসুল ইসলামকে ৫ হাজার, হৃদয় মিয়াকে ৫শ’ ও মোতাহের হোসেনকে ২শ’ টাকাসহ মোট ৫হাজার ৭শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান বলেন, নিজের এবং দশের কথা চিন্তা করে সবাইকে ঘরে থাকতে হবে।
Leave a Reply