নিজস্ব প্রতিনিধি ঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় খেতে গিয়ে কৃষকের সঙ্গে ধান কাটলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ইউএনও স্নিগ্ধা তালুকদার বলেন, উপজেলার নতুন বাজার এলাকায় খেতে গিয়ে কৃষকদের উৎসাহ দেওয়ার জন্য তিনি ধান কেটেছেন। এভাবে বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকদের উৎসাহ দিচ্ছেন; যাতে কৃষকরা দ্রুত ধান কেটে বাড়ি নিয়ে মাড়াই করেন।
বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিলও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মাঠে গিয়ে কৃষকদের উৎসাহ দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, হবিগঞ্জের হাওরের ধানকাটা নিশ্চিত করতে শ্রমিকদের পুল গঠন করা হয়েছে। এই মুহূর্তে পাহাড়ি এলাকা চুনারুঘাট ও বাহুবল উপজেলায় অনেক শ্রমিক বসে আছে। তাদের হাওরে নিয়ে আসা হচ্ছে। তাদের থাকা, খাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।
হবিগঞ্জের জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক মো. তমিজ উদ্দিন জানান, পুরো জেলায় ১ লাখ ২০ হাজার ৮০০ হেক্টরে; এর মধ্যে জেলার হাওরে ৪৬ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ২০ এপ্রিল পর্যন্ত জেলায় ২৫ শতাংশ ধানকাটা হয়েছে।
তিনি জানান, গভীর হাওরের ধানকাটা দ্রুত শেষ করতে পারলে বন্যার ঝুঁকি থেকে রেহাই পাওয়া যাবে।
Leave a Reply