নিজস্ব প্রতিনিধি॥ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও এক নার্স করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সাময়িক বন্ধ ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য জানান।
তিনি আরো বলেন, আক্রান্ত চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে আসা লোকজনের রেজিস্টার বের করে সকলকে হোম কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করা হবে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগ পর্যন্ত হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা বেগম, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ইসামইল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, প্রদীপ দাশ সাগর, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাকিল চৌধুরী, সাংবাদিক রাশেদ আহমদ খান, আব্দুল হালীম, ইলিয়াস আলী মাসুক প্রমুখ।
Leave a Reply