সেবা ডেস্ক।। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১৫ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি…….রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন ডা. মঈন। তিনি সিলেটে করোনা আক্রান্ত ১ম ডাক্তার।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোভিড-১৯ আক্রান্ত হন তিনি। গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। তাঁর অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল তাকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে পরিবারের সিদ্বান্ত অনুযায়ী তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
করোনার বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের পরিবারসহ নগরীর হাউজিং এস্টেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়।অবশেষে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার(১৫এপ্রিল) শহীদ হন তিনি।মৃত্যুকালে দুই শিশু সন্তান ও স্ত্রী রেখে গেছেন তিনি।
Leave a Reply