শাহ মোহাম্মদ দুলাল আহমেদ বাহুবল : বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পরায় দেশ যখন অচলাবস্থায় বা অঘোষিত লগডাউন,এরই প্রভাবে দেশের নিম্ন আয়ের মানুষের মধ্যে চলছে অভাব আর অনটন এমনকি
বাড়ছে কর্মহীন বেকার। অন্ন যোগান দিতে হিমশিম খাচ্ছে নিম্ন, থেকে মধ্যবিত্তরা।
এমন পরিস্থিতিতে মাটির টানে
অসহায়,গরীব,কর্মহীন বেকার,হত-দরিদ্র পরিবারের খাদ্যের যোগান দিতে এগিয়ে এসেছে উপজেলার প্রায় দেড়’শ প্রবাসীদের নিয়ে গঠিত ‘বাহুবল উপজেলা কল্যাণ পরিষদ ওমান’।
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পরায় ‘এর থাবা থেকে রক্ষা পায়নি মধ্যপ্রাচ্যের ওমান।
লগডান চলমান এ দেশ।
প্রবাসী শ্রমিকরা রুমে বসেই পার করছেন দিন রাত।
তাঁদের এ ভয়াবহ পরিস্থিতিতে ও জন্মভূমির ঠান তীর্থ হয়নি।জন্মভূমি আর মাঠির টানে মানবিক এ সংগঠন অভাব গ্রস্থদের সহায়ক জনক উদ্যোগের কমতি নেই।
একঝাক
প্রবাসীদের নিয়ে গঠিত এ সংগঠনের পক্ষ থেকে উপজেলার কয়েকটি গ্রামের প্রায় দু’শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল ) উপজেলার ২ নং পুটিজুরী ইউনিয়নের পুটিজুরী ,ডুবাঐ,মহিশদুলং,তেলিকান্দী,চলিতাতলা,বাহুবল,দৌলতপুর,মিরপুর,ভেড়াখাল গ্রামে প্রায় ২’শত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সমন্বয়কারী সৈয়দ এনামুল হক,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃমতিউর সরকার,সেকুল ইসলাম চৌধুরী, সাংবাদিক শাহ মোহাম্মদ দুলাল আহমেদ।
‘বাহুবল উপজেলা কল্যাণ পরিষদ’ ওমানের প্রতিষ্টাকালীন সাধারণ সম্পাদক মুজাহিদ চৌধুরী মুটোফোনে জানান,আমাদের কাম কাজ নেই,সংগঠনের সবাই ঘরে বসে সময় পার করছে। এ অবস্থায় মধ্যেও আমাদের সংগঠন সল্প পরিসরে মাটির টানে অভাবগ্রস্থদের পাশে দাড়াতে পেরে আমরা ধন্য।
তবে আমাদের ধারণা আছে আরও বড় পরিসরে অসহায়দের পাশে দাড়ানোর।
তিনি’ বিপদ লগ্নে প্রবাসী ভাই সকল এরকম মানবিক কাজে এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানাই।
Leave a Reply