করোনাভাইরাস প্রতিরোধে হবিগঞ্জে বুধবার (২৫ মার্চ) থেকে বন্ধ হচ্ছে সব ধরনের গণপরিবহন। ২৫ মার্চ ভোর ৫টা থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৪ মার্চ) জেলা মটর মালিক গ্রুপের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারি নির্দেশে বন্ধের একদিন আগে থেকেই এসব পরিবহন বন্ধ করা হয়েছে।
মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, করোনাভাইরাস প্রতিরোধে সচেতন থাকার চেয়ে বিকল্প কিছুই নেই। এ অবস্থায় বাড়তি সচেতনতা হিসেবে জেলার সব গণপরিবহন বুধবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
Leave a Reply