স্টাফ রিপোর্টার ॥ সিলেট-চট্টগ্রাম ও ঢাকা রেলওয়ে সড়কের শায়েস্তাগঞ্জ জিয়াখাল রেল ব্রীজটি হুমকির মুখে পড়েছে। যেকোন সময় এটি ভেঙ্গে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। খোঁজ নিয়ে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে এক কিলোমিটার পশ্চিমে এ ব্রীজটি সিলেট থেকে পারাবত, কালনি, জয়ন্তিকা, পাহাড়িকা, উদয়ন, উপবন, সুরমা মেইল, জালালাবাদ মেইলসহ প্রায় ৫০টি ট্রেন ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে প্রতিদিন চলাচল করছে। কিন্তু ওই ব্রীজ দিয়ে ট্রেন উঠার পরেই কাপতে থাকে। যেন মনে হয় একনই ভেঙ্গে যাচ্ছে। কিন্তু রেল কর্তৃপক্ষেও এ ব্যাপারে কোন মাথা ব্যথা নেই। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ব্রীজটির নাটবল্টু খুলে যাচ্ছে এবং বাস ও কাঠ দিয়ে জুরাতালি অবস্থায় রয়েছে ব্রীজটি। এ ব্যাপারে রেলের অতিরিক্ত মহাপরিচালক নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে যদি এ রকম হয়ে থাকে তাহলে সংস্কারের ব্যবস্থা করা হবে।
Leave a Reply