নুর উদ্দিন সুমন: ঢাকা- সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর বাগানবাড়ি স্টার ব্রিকফিল্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত গাড়ি চাপায় সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের সিএনজি চালক আক্তার হোসেন(৪৫) একই উপজেলার মণ্ডল কাপন গ্রামের মৃত আতিক উল্লার পুত্র রাকিব মিয়া (৩৫) শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও নিহতর পরিবারের সুত্র জানায়, (২৮জানুয়ারী মঙ্গলবার তারা দুইজন ঘটনার পুর্বে মিরপুর সিএনজি গ্যাসপাম্প থেকে গ্যাস নিয়ে বাড়ি পিড়ছিলেন পথিমধ্যে ভোর রাত সাড়ে ৩টায় -উপজেলার মহাসড়কের দৌলতপুর বাগানবাড়ি স্টার ব্রিকফিল্ডএলাকায় মা বাবার দোয়া অটোরিকশা হবিগঞ্জ থ- ১১ ৬৬৩৫ সিএনজি পৌঁছামাত্র অজ্ঞাত একটি গাড়ির পিছন থেকে চাপা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনার স্থলেই মারা যান তারা। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মো: নজরুল ইসলামামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ ও সিএনজি গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।হাইওয়ে পুলিশের ইনচার্জ কেএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অজ্ঞাত একটি গাড়ি তাদেরকে চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুপুর সাড়ে ১২ টায় নিহতদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে তারা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে
Leave a Reply