জাহাঙ্গীর আলম জয় মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দেবাশীষ রায় (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পৌর শহরের পুর্ব পাইকপাড়ার মৃত গোবিন্দ চন্দ্র রায়ের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ২ টার দিকে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন পূর্ব পাশ থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দেবাশীষ রায় নামে এক যুবককে আটক করে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) মো: গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সহকারী কমিশনার( ভূমি) আয়েশা আক্তার তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
Leave a Reply